বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০০৮

মন আজ খুব ভালো

আজ মন খুব ভালো....আরেকটা উইক এন্ড। খুব ব্যাস্ত গেছে এই উইকটা। যদিও পড়াশুনা হইছে কচুডা। কেলাস টেষ্ট দিছি দুইটা। দুইটাই বাঁশ। অতি ফ্যামিলিয়ার। রবিবারে শেষ পুল আউট টেষ্ট করলাম। পুরা জানের রিস্ক নিয়া। তারপরও ভালো ভালো শেষ হইছে। আলহামদুলিল্লাহ!!!! আজকে স্যারকে সব টেষ্ট রেজাল্ট দেখাইলাম। স্যার খুব খুশী। ঝামেলা মুটামুটি শেষ। কালকে চুল কাটাবো। সেভ হবে। রেশমী বয়ে যাবার পর কেন জানি ঠান্ডা ঠান্ডা লাগছে। দারুণ ঘুম হবে আশা করি।

একটা গান মাথার ভেতর বাজতাছে

আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়।
অশ্রুভেজা দুটি চোখ,
তুমি ব্যাথার কাজল মেখে লুকিয়ে ছিলে ওই মুখ।

বিস্তারিত পড়ুন...

সোমবার, ২৭ অক্টোবর, ২০০৮

আমি উপস্থিত হয়েছি.....

আমি উপস্থিত হয়েছি তোমার জ্যা-আকর্ষনে,
তোমার লীলাভর কন্ঠস্বর শুনবার আশায়।
এতোদিন নির্বাসিত ছিলাম,
নিজের প্রবল ক্লেশে..
প্রভুর স্বর্গে থেকেও ক্লান্ত..ধরা বিচ্ছিন্ন একাকী পথিক।
হৃদয় পৃথিবীকে জড়িয়ে ধরতে চাইছে,
তাই আজ ত্রিলোকের মধুর চন্দ্রালোকিত রাতে,
উপস্থিত হয়েছি তোমার সূডৌল হাতটি ধরবো বলে।
প্রতীক্ষারত মনের চাইতে দূর্ভাগা আর কে বলো!
আমার হৃদয় ডুবেছে তোমার জলপদ্ম ভরা স্রোতে।

অফুরন্ত যৌবনময় এ ক্ষন-
পাতার মর্মরে ফেনায়িত অরন্যের কল্লোল।
ইর্ষান্বিত মেঘদল-রুপালি চাঁদের চাকা ঘুড়ছে
বাতাসের প্রবলতায়...আর সময়গুলো আবর্তিত হয়
তোমার-আমার বুনো লতাপাতায়।

২০.১০.২০০৮

বিস্তারিত পড়ুন...

রবিবার, ২৬ অক্টোবর, ২০০৮

যখন শিশুরা ছাদে……

কিঞ্চিত হেলে পড়া সূর্যের ক্লান্ত আলোয়,
সদ্য স্নাত বিকেলটা হেসে উঠে ঝলমলিয়ে।
শিশুদের যত উচ্ছাস,যত হাসি-খুশিতে
সমস্ত ছাদ ভরে উঠেছে।
তারা হৈ চৈ করে ,এলাটিং-বেলাটিং ছড়া গায়।
ভেজা শ্যাওলার পিচ্ছিল শানে
সাবধানে দৌড়ায়।
আমি কেন যেন বিব্রত বোধ করি তাদের মাঝে,
বড় মানুষের খোলসে বন্দী রাখি নিজেকে।
তারা আশ্চর্য চোখে আমাকে তাকিয়ে দেখে,
আলোচনা করে ফিসফিসিয়ে।
তারপর আমাকে দু’ হাত বাড়িয়ে কাছে ডাকে
কিচির মিচির সুরে।
আমি তো সানন্দে তাদের ডাকে সাড়া দিয়ে যাই,
কবিতা লেখার খাতা ছিড়ে
কাগজের প্লেন উড়াই ।


বিস্তারিত পড়ুন...

শনিবার, ২৫ অক্টোবর, ২০০৮

আমি যখন ঘরে ফিরে আসি

 আমি যখন ঘরে ফিরে আসি,
তখন সাথে করে নিয়ে আসি বিবর্ন ফুল,
চকলেটের খোসা অথবা দুটো সিঙ্গারা।
কখনো কখনো পুরোনো বই ফুটপাথ থেকে কেনা,
কখনো প্যান্টের পেছনে কাদা।
কোন দিন থাকে প্রিয়জনের অবহেলা,
বাসের হেলপারের দেয়া ছেঁড়া দু’টাকার নোট।

বৃষ্টিভেজা নীল শার্ট,এলোমেলো চুল,
সিড়ির মাঝে কুড়িয়ে পাওয়া মলিন স্টিকার,
প্রতিবেশি মেয়েটির একঝলক ফিরে দেখা।

আমি যখন ঘরে ফিরি,
সমস্ত কাজ সেরে,
অভিনয় করে,
অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধক্ষেত্র হতে
রক্তাক্ত,আঘাতের চিহ্ন শরীরে বয়ে,
সাথে থাকে গোধূলীর রঙ,
মেঘমালার সকরুণ চাউনি,মুয়াজ্জিনের আযান,
আর আগামীকালের স্বপ্ন।

১৪ই জুলাই,২০০৪

বিস্তারিত পড়ুন...

শুক্রবার, ২৪ অক্টোবর, ২০০৮

উইক এন্ড ভাবনা

কয়েকদিন ধরে মনটা বিক্ষিপ্ত। পড়াশুনার চাপটা বেড়ে গেছে হঠাৎ। ব্লগ-এর নেশা ধরে গেছে।যাকে বলে ভেরায় ত্যারা। এ সপ্তাহে র‌্যাগ-এর খেলা খেলে বডির নোডে নোডে ব্যাথা। ফুটবলে ৪-১ গোলে হেরেছি ম্যাটালারজির সাথে। আমাদের পক্ষে ফতের মাইনাস থেকে একমাত্র গোল করে আদনান(.....)। শালাদের সব দামড়া দামড়া ডিফেন্ডার। ক্রিকেটে জিতছি। ইয়ো...........। ২৩ রানে URP কে গুড়িয়ে দিয়েছি আমরা। আবু সিদ্দিকের CT বাদে আর সব CT তে বাঁশ খাইছি। মু হা হাহা হা। কোন ব্যাপার হইলো এইটা। চোথাপত্র ফটোকপি করতে করতে মিসকিন হইয়া গেলাম।

আই বি খেলা হইতাছে ধুমায়া ২০১১ তে। রাশিটা ভালো যাইতাছে না। ৫০০ডাউন খাইলাম বুধবার। OBS ভাই পিসি নিয়া গেল। বাট টিভি দেখা যাইতাছে। বাংলাদেশ টেস্টে হারায় মন আগে থেকেই ব্যাজার। ICL-এর খেলা দেখলাম। হাবা ছয় মারছে........মু হা হা হা হা হা। এই ম্যাচটা জিতছে ঢাকা ওয়ারিওরর্স(রাজাকার)।খারাপ না টিমটা। মাইয়াগুলাও ভালো....;)

বিস্তারিত পড়ুন...

বুধবার, ২২ অক্টোবর, ২০০৮

এসো আজ সন্ধি করি...

আমি জানি এই হৃদয়ের একাকীত্বে
আমরা দু'জনে সমান অংশীদার;
অথচ অপরকে এড়িয়ে যাই- কি এক অহংকার,
যেন আমাদের আছে দেনা শোধবার ভার।
বলো কি অসহায় এই হৃদয় আমাদের দুজনের!

নি:সঙ্গ রাত আসে, এরপর বিপর্যস্ত দিন,
নিজের আজ্ঞাবহ-নিজেই করি বিদ্রোহ..
ভগ্ন শহরে ঘুনপোকার মতো আঁচর কাটি দেয়ালে-দেয়ালে।
নিজের খোলসের ভেতর ধুসর গুড়ো ক্রমেই
জমছে তো জমছে।
ক্লান্ত আমি,হাতাশায়
বাড়িয়ে যাই হৃদয়ের যতো খেদ।

তবে, এসো আজ সন্ধি করি,
বুনে যাই তোমার-আমার জীবনের সবুজ স্বপন।
আশ্বিনের এ হঠাৎ বৃষ্টিতে ধুয়ে যাক যত দ্বিধা,
ভেসে যাক যত না বলা কারন।
আজ আমাকে নিয়ে চলো কোন এক লোকায়তে....
আর আমি তোমাকে লোকায়তে বাঁধি।

বিস্তারিত পড়ুন...

রবিবার, ১৯ অক্টোবর, ২০০৮

আমরাই জিতবো.........


বাংলাদেশ নিউজিল্যিন্ড ১ম টেষ্টে বাংলাদেশ নিউজিল্যান্ডরে চাপায় দিছে....জিতার সমূহ সম্ভাবনা...২৫৪ রানের রিড নিছে আজকে....১ম ইনিংসে ৭ উইকেট নেয়ার পাশাপাশি ২য় ইনিংসে ৭১ রান করছে সাকিব।নিউজিল্যান্ডের অবস্থা শোচনীয়........আমরাই জিতবো...ইয়োহ..........

scorecard

বিস্তারিত পড়ুন...

শুক্রবার, ১৭ অক্টোবর, ২০০৮

এক উজ্জ্বল বিকেল

ধূসর রেলিঙের ফাঁকে এক চিলতে ছোট্ট রোদ্দুর,
অবহেলিত ফড়িং, মৃদু ঝিমুনি ধরেছে চন্দ্রমল্লিকার-
নুয়ে পড়েছে একটু বাতাসের ভারে।
সারাদিন ডেকে ডেকে ক্লান্ত কাকেরা বিশ্রাম নিচ্ছে,
আর শিশুরা চেঁচিয়ে ক্রিকেট খেলছে গলি পথ বন্ধ করে।
বিরক্ত বাড়িওয়ালি,দোকানের বিজ্ঞাপন তরঙ্গ থামেনি এখনো ।
স্ত্রী মারা গেছে সেই কবে ,তবুও
রোজ বিকেলে হাঁটার অভ্যাস- বুড়োর বহু পুরোনো।

ফুরুৎ চঞ্চল মেয়ে,ছোট্ট ঝুটির,
বুটিদার ফ্রক-গম্ভীর।
শুধু খুঁজে বেড়ায় ,কোথায় পালিয়েছে তার বিড়াল শাবক।
দুধ হাতে ডাকাডাকি ,
স্নেহের ,শাসনের ,অভিমানের।
‘কি জানেন আপনি বোকাচন্ডি কোথাকার !’
হঠাৎ অসহায়ত্ব দেখে হেসে উঠে
তিন কোনের তিনটি মাকড়, কিম্ভুত কদাকার ।

হাসে মেয়েটিও ,হাসে কবিতা,
হাসে সমস্ত আকাশে নীলাম্বরী মেঘ,
ছড়িয়ে নরম আলোর ছটা।



২৩শে জুলাই,০২

বিস্তারিত পড়ুন...

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০০৮

আজকে ব্লগস্পটে ব্লগ খুললাম..

আজ ১৬ই অক্টোবর ব্লগস্পটে ব্লগপেজ খুললাম....যদি ও এখনো কিছুই জানি না.....চেষ্টা করছি সব গুছিয়ে নেয়ার দেখা যাক......................সবাইকে স্বাগতম....

বিস্তারিত পড়ুন...

বুধবার, ১৫ অক্টোবর, ২০০৮

How to Read & write Bangla in Web page

How to Read & write Bangla in Web page.












Avro Kyeboard








বিস্তারিত পড়ুন...

রবিবার, ৫ অক্টোবর, ২০০৮

আমাকে মেইল করুন

বিস্তারিত পড়ুন...