রবিবার, ২৬ অক্টোবর, ২০০৮

যখন শিশুরা ছাদে……

কিঞ্চিত হেলে পড়া সূর্যের ক্লান্ত আলোয়,
সদ্য স্নাত বিকেলটা হেসে উঠে ঝলমলিয়ে।
শিশুদের যত উচ্ছাস,যত হাসি-খুশিতে
সমস্ত ছাদ ভরে উঠেছে।
তারা হৈ চৈ করে ,এলাটিং-বেলাটিং ছড়া গায়।
ভেজা শ্যাওলার পিচ্ছিল শানে
সাবধানে দৌড়ায়।
আমি কেন যেন বিব্রত বোধ করি তাদের মাঝে,
বড় মানুষের খোলসে বন্দী রাখি নিজেকে।
তারা আশ্চর্য চোখে আমাকে তাকিয়ে দেখে,
আলোচনা করে ফিসফিসিয়ে।
তারপর আমাকে দু’ হাত বাড়িয়ে কাছে ডাকে
কিচির মিচির সুরে।
আমি তো সানন্দে তাদের ডাকে সাড়া দিয়ে যাই,
কবিতা লেখার খাতা ছিড়ে
কাগজের প্লেন উড়াই ।


একটি মন্তব্য পোস্ট করুন