সোমবার, ২৭ অক্টোবর, ২০০৮

আমি উপস্থিত হয়েছি.....

আমি উপস্থিত হয়েছি তোমার জ্যা-আকর্ষনে,
তোমার লীলাভর কন্ঠস্বর শুনবার আশায়।
এতোদিন নির্বাসিত ছিলাম,
নিজের প্রবল ক্লেশে..
প্রভুর স্বর্গে থেকেও ক্লান্ত..ধরা বিচ্ছিন্ন একাকী পথিক।
হৃদয় পৃথিবীকে জড়িয়ে ধরতে চাইছে,
তাই আজ ত্রিলোকের মধুর চন্দ্রালোকিত রাতে,
উপস্থিত হয়েছি তোমার সূডৌল হাতটি ধরবো বলে।
প্রতীক্ষারত মনের চাইতে দূর্ভাগা আর কে বলো!
আমার হৃদয় ডুবেছে তোমার জলপদ্ম ভরা স্রোতে।

অফুরন্ত যৌবনময় এ ক্ষন-
পাতার মর্মরে ফেনায়িত অরন্যের কল্লোল।
ইর্ষান্বিত মেঘদল-রুপালি চাঁদের চাকা ঘুড়ছে
বাতাসের প্রবলতায়...আর সময়গুলো আবর্তিত হয়
তোমার-আমার বুনো লতাপাতায়।

২০.১০.২০০৮

1 মন্তব্য:

নামহীন বলেছেন...

'সুডৌল হাত' হয় নাকি?
তোমার আমার বুনো লতাপাতায়... অসাধারণ

একটি মন্তব্য পোস্ট করুন