শনিবার, ২৫ অক্টোবর, ২০০৮

আমি যখন ঘরে ফিরে আসি

 আমি যখন ঘরে ফিরে আসি,
তখন সাথে করে নিয়ে আসি বিবর্ন ফুল,
চকলেটের খোসা অথবা দুটো সিঙ্গারা।
কখনো কখনো পুরোনো বই ফুটপাথ থেকে কেনা,
কখনো প্যান্টের পেছনে কাদা।
কোন দিন থাকে প্রিয়জনের অবহেলা,
বাসের হেলপারের দেয়া ছেঁড়া দু’টাকার নোট।

বৃষ্টিভেজা নীল শার্ট,এলোমেলো চুল,
সিড়ির মাঝে কুড়িয়ে পাওয়া মলিন স্টিকার,
প্রতিবেশি মেয়েটির একঝলক ফিরে দেখা।

আমি যখন ঘরে ফিরি,
সমস্ত কাজ সেরে,
অভিনয় করে,
অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধক্ষেত্র হতে
রক্তাক্ত,আঘাতের চিহ্ন শরীরে বয়ে,
সাথে থাকে গোধূলীর রঙ,
মেঘমালার সকরুণ চাউনি,মুয়াজ্জিনের আযান,
আর আগামীকালের স্বপ্ন।

১৪ই জুলাই,২০০৪

3 মন্তব্য:

নামহীন বলেছেন...

fine.too fine

নামহীন বলেছেন...

joshhhhhhhhhh!! beshi joshhh!!

নামহীন বলেছেন...

আমি যখন ঘরে ফিরে আসি
সাথে নিয়ে আসি বর্তমানের ভার
আর ভবিষ্যতের ভাবনা ।

একটি মন্তব্য পোস্ট করুন