বুধবার, ১৯ নভেম্বর, ২০০৮

কত সহজেই বন্ধু

কত সহজেই ফিরে এলাম ঢাকায়,
কত সহজে!
কত সহজে খেয়ে নিলাম বুভুক্ষের মতো,
বেঁচে থাকাকে উপেক্ষা করার শক্তি কোথায় বলো বন্ধু ??!!
হাসলাম...ভিসিডিডে গিললাম নায়িকার
নিপাট শরীরের ভাঁজ।
সিগারেটে খুজে নিলাম জীবনের আয়ু শুন্য করে,
অতঃপর ছূড়ে ফেলার সাহস।

কত সহজেই আমরা ভুলে যাই,
কত সহজেই মিশে যাই বস্তু সঙ্গমে।
ফিরে আসি ফেসবুকে পরিচিত মুখের ভীরে,
ফিরে আসি জীবনের ফসিল রচনায়।
আনমনে একে যাই নিজের পরিচর্যা।

কত সহজে, বলো বন্ধু.......
কত সহজে ফেলে আসি বন্ধুবর তোমায়
আমাদের পথচলার পেছনে.....

একটি মন্তব্য পোস্ট করুন