শুক্রবার, ৭ নভেম্বর, ২০০৮

হঠাৎ উপলব্ধী....

আমি প্রবল বৃষ্টিতে ভিজে,
তোমার দড়জায় নাড়লাম কড়া।
তুমি ছিলে তন্দ্রাচ্ছন্ন,
অনিচ্ছাতে ভাঙলে আড়মোড়া।

আমায় দেখে একগাল হেসে
বাড়িয়ে দিলে হাত।
তখন বাজে সাড়ে এগারোটা,
সময় গভীর রাত।


প্রিয়জন যে, সে তো সবসময়ই প্রিয়,
সবসময়ের চেনা।
বর্ষার সোঁদা গন্ধে সুবাস মেশায়
বিনম্য হাসনাহেনা।

তুমি বললে,‘ একটু বসো,
আমি তোয়ালে নিয়ে আসি।’
কিন্তু, আমি তোমাকে জড়িয়ে ধরলাম।
বললাম, ‘ তোমায় ভালোবাসি।’

একটি মন্তব্য পোস্ট করুন