শুক্রবার, ১৭ অক্টোবর, ২০০৮

এক উজ্জ্বল বিকেল

ধূসর রেলিঙের ফাঁকে এক চিলতে ছোট্ট রোদ্দুর,
অবহেলিত ফড়িং, মৃদু ঝিমুনি ধরেছে চন্দ্রমল্লিকার-
নুয়ে পড়েছে একটু বাতাসের ভারে।
সারাদিন ডেকে ডেকে ক্লান্ত কাকেরা বিশ্রাম নিচ্ছে,
আর শিশুরা চেঁচিয়ে ক্রিকেট খেলছে গলি পথ বন্ধ করে।
বিরক্ত বাড়িওয়ালি,দোকানের বিজ্ঞাপন তরঙ্গ থামেনি এখনো ।
স্ত্রী মারা গেছে সেই কবে ,তবুও
রোজ বিকেলে হাঁটার অভ্যাস- বুড়োর বহু পুরোনো।

ফুরুৎ চঞ্চল মেয়ে,ছোট্ট ঝুটির,
বুটিদার ফ্রক-গম্ভীর।
শুধু খুঁজে বেড়ায় ,কোথায় পালিয়েছে তার বিড়াল শাবক।
দুধ হাতে ডাকাডাকি ,
স্নেহের ,শাসনের ,অভিমানের।
‘কি জানেন আপনি বোকাচন্ডি কোথাকার !’
হঠাৎ অসহায়ত্ব দেখে হেসে উঠে
তিন কোনের তিনটি মাকড়, কিম্ভুত কদাকার ।

হাসে মেয়েটিও ,হাসে কবিতা,
হাসে সমস্ত আকাশে নীলাম্বরী মেঘ,
ছড়িয়ে নরম আলোর ছটা।



২৩শে জুলাই,০২

1 মন্তব্য:

নামহীন বলেছেন...

ভালো ভালো চালায় যা

একটি মন্তব্য পোস্ট করুন