অনেক দিন পর নিজের ব্লগ লিখছি। অনেক দিন পর নিজের কিছু কথা লিখবার মতো ফুসরৎ হলো। জীবনটা আগের অনেক বেশি ব্যাস্ত ও পরিশীলিত হয়েছে। তা স্বাভাবিক নিয়মেই হয়েছে। বুয়েট থেকে বের হবার পরে হাতে গোনা কযেকজন ছাড়া কারো সাথেই যোগযোগ নেই। ক্যারিয়ারের ভিত্তি গড়তে সবাই ব্যাস্ত। এ ব্যাস্ততা আমাকেও গ্রাস করেছে।
ছন্নছাড়া ভাবটা আগের থেকে কমেছে। কূটচিন্তা বেড়েছে। তবে জীবনের এখন পর্যন্ত যাদের সাথে পরিচিত হয়েছি তাদের সবাই আমাকে যথেষ্ঠ সাহায্য করেছে। হয়তো এ জন্য মুখ ফুটে কখনো তাদের ধন্যবাদ দেয়া হয়নি। সত্যিকারের ভালোবাসার মানুষ ধন্যবাদের আশায় কোন কিছু করে না।
প্রেম করছি। যা করা কথা চিন্তাও করা হয়নি আগে। মানুষের জীবনে আসলে একসময় মনে হয় ভেতর থেকে দড়জা খুলে দেয়ার লোক খুব প্রয়োজন। পপসি খুব ভালো মেয়ে। একটু জেদী ও রাগী। এছাড়া ওর সমস্ত দিকই ভালো। আমার ভেতরে যে ড: হাইড বাস করে, মাঝে মাঝে ফুসে উঠতে চায়, সে জিনিসটা পপসি-এর মাঝে নেই। আশা করি ওকে নিয়ে বাকি জীবনটা সুখে পার করে দেবো।
খুব একটা কষ্টে আছি বলবো না। মাঝে মাঝে লোডশেডিং আর জ্যাম অসহ্য লাগে। আর সবজায়গায় আগুনতি মানুষের ভীড়। বাবা-মা আমাকে হয়তো বিলাস-ব্যাসনে বড় করতে পারেননি তবে আমাকে যথেষ্ঠ সাপোর্ট দিয়েছেন এ পর্যন্ত। আমি তাদের জন্য কতটুকু করতে পারবো জানি না। কিন্তু তাদের মনে কষ্ট দেয়ার মতো কিছু করতে চাই না।
আশা করি আজ থেকে ব্লগটা আবার আপডেট করতে পারবো।
HDM-A Tool kit for Pavement Management
-
*H*DM-4 is a computer software for Highway Development and Maintenance
Management System. It is a decision making tool for checking the
Engineering and E...
১২ বছর আগে